মঙ্গলবার ৭ অক্টোবর ২০২৫ - ১১:০৮
আল-মুস্তাফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ১৩০ জাতির শিক্ষার্থীদের ৪০০ সংগঠন সক্রিয়

আল-মুস্তাফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন আলী আব্বাসি জানিয়েছেন, বর্তমানে এই প্রতিষ্ঠানে ১৩০টি দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে গঠিত প্রায় ৪০০টি শিক্ষার্থী সংগঠন সক্রিয় রয়েছে। এসব সংগঠন ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করছে।

হাওজা নিউজ এজেন্সি: রবিবার (৬ অক্টোবর) কোমের তুলুয়ে-মেহর বিশ্ববিদ্যালয়ের সভাপতির সঙ্গে যৌথ বৈঠকে তিনি বলেন— “হযরত ফাতিমা মাসুমা (সা.আ.)-এর উপস্থিতি কোম শহরের জন্য এক অনন্য বরকত। হাদীসে প্রতিশ্রুত মতো একদিন কোম বিশ্বের সাংস্কৃতিক কেন্দ্র হয়ে উঠবে।”

হুজ্জাতুল ইসলাম আলী আব্বাসি আরও বলেন— “আল-মুস্তাফা ও তুলুয়ে-মেহর বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতার অসংখ্য সুযোগ রয়েছে। আজকের সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে যৌথ কার্যক্রমে নতুন অধ্যায় শুরু হবে।”

একাডেমিক কাঠামো ও বৈচিত্র্য
হুজ্জাতুল ইসলাম আব্বাসি জানান, আল-মুস্তাফা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ছয়টি প্রধান বিভাগে বিভক্ত: কুরআন ও হাদীস, ইতিহাস ও সিরাহ, ফিকহ ও উসূল, দর্শন ও ধর্মতত্ত্ব, ইসলামি মানববিদ্যা, এবং ভাষা, সাহিত্য ও সংস্কৃতি।

তিনি উল্লেখ করেন, ইসলামী বিপ্লবের পর কোমে ধর্মীয় শিক্ষায় বৈশ্বিক আগ্রহ বৃদ্ধি পেয়েছে। ১৯৭৯ সালে (১৩৫৮ হি.শা.) এই উদ্যোগের সূচনা হয় এবং ২০০৭ সাল থেকে এটি আল-মুস্তাফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নামে সম্প্রসারিত হয়েছে। বর্তমানে বিশ্বের ১৩০টি দেশের হাজার হাজার শিক্ষার্থী এখানে অধ্যয়ন করছে।

অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও আন্তর্জাতিক সংযোগ
হুজ্জাতুল ইসলাম আব্বাসি বলেন, বিশ্ববিদ্যালয়টি বিভিন্ন মাযহাব ও অন্যান্য ধর্মের শিক্ষার্থীরাও গ্রহণ করে। বর্তমানে এখানে ইসলামি বিজ্ঞান, মানববিদ্যা, ভাষা ও সংস্কৃতি অধ্যয়ন—এই তিনটি ক্ষেত্রে ২০০-রও বেশি বিষয়ে পাঠ্যক্রম চালু আছে। শিক্ষাক্রম হাওযা-স্তর এবং বিশ্ববিদ্যালয়-স্তরে পরিচালিত হয়। এছাড়া ভার্চুয়াল ইউনিভার্সিটি, স্বল্পমেয়াদি প্রশিক্ষণ ও গবেষণা সহযোগিতা গুরুত্বপূর্ণ অংশ।

বিশ্বব্যাপী ফারসি ভাষার প্রসারেও আল-মুস্তাফা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রাক্তন শিক্ষার্থীরা ফারসি ভাষায় দক্ষ হয়ে বিভিন্ন দেশে সাংস্কৃতিক ও শিক্ষাক্ষেত্রে কাজ করছেন।

যৌথ সমঝোতা স্মারক
বৈঠকের শেষে আল-মুস্তাফা, তুলুয়ে-মেহর বিশ্ববিদ্যালয়, আল-মুস্তাফার উচ্চতর কুরআন ও হাদীস শিক্ষা কমপ্লেক্স, এবং ইরানের কুরআন ও মানববিদ্যা রূপান্তর বিষয়ক শিক্ষা সমিতি—এই চার প্রতিষ্ঠান একাডেমিক সহযোগিতা বৃদ্ধির জন্য MoU স্বাক্ষর করেছে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha